জয়ের দেখা পেল কলকাতা

স্পোর্টস ডেস্ক | ২৭ এপ্রিল ২০২১, ১১:০০

ছবিঃ সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্সের কাছে জয় হয়ে উঠেছিল সোনার হরিণ। আসরের নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর হেরেছে টানা চার ম্যাচ সোমবার নিজেদের ষষ্ঠ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিলো কেকেআর।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক এউইন মরগ্যান। আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস বেশি রান সংগ্রহ করতে পারেনি কলকাতার বোলিং তোপে।

পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও ৩০ রান করেন ক্রিস জর্ডান। বাকিদের ব্যর্থতায় কুড়ি ওভারে ৯ উইকেটে ১২৩ রান তোলে পাঞ্জাব।কলকাতার প্রশিধ কৃষ্ণ নেন ৩ উইকেট, সুনীল নারিন ও প্যাট কামিন্স নেন ২টি করে উইকেট। ১ উইকেট করে নেন শিভাম দুবে ও ভরুণ চক্রবর্তী।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দলীয় দলীয় ৯ রানের ভেতর বিদায়ে বেশ বিপাকে পড়ে কলকাতা। তবে শুরুর চাপ সামলান রাহুল ত্রিপাঠি।এদিন সূনিল নারিন রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। ত্রিপাঠি ৪১ রান করে বিদায় নেয়ার পর আন্দ্রে রাসেলও ফেরেন ১০ রান করে।

তবে মরগ্যানের চেষ্টার সঙ্গী দীনেশ কার্তিক মিলে শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় তুলে নেয় কলকাতা। মরগ্যান খেলেছেন ৪৭ রানের ইনিংস আর কার্তিক ১২ রানের।পাঞ্জাবের হয়ে ১টি করে উইকেট নেন ময়েসিস হ্যানরিকস, মোহাম্মদ শামি, অর্শদিপ সিং ও দীপক হুডা।



আপনার মূল্যবান মতামত দিন: