গ্রিভসের সেঞ্চুরিতে সম্মানজনক স্কোর উইন্ডিজের

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৬

ছবি-সংগৃহীত

এন্টিগা টেস্টের প্রথম দিন ৫ উইকেটে ২৫০ রানের ভালো রান তুলে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শুরুতে স্বাগতিক শিবিরে দুই ধাক্কা দিয়েছেন হাসান মাহমুদ। জসুয়া ডি সিলভা ও আলজারি জোসেপকে আউট করেন এই পেসার। পরে কেমার রোচকে নিয়ে প্রথম সেশন শেষ করেছেন গ্রেভার্স।

ওয়েস্ট ইন্ডিজ ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৬ রান করেছে। ক্রিজে থাকা জাস্টিন গ্রেভারর্স ৬৪ রান করেছেন। তার সঙ্গী কেমার রোচ ১৮ রান করে দলকে লাঞ্চের বিরতিতে নেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার মাইকেল লুইস ২১৪ বলে ৯৭ রান করে আউট হন। আলিক আথানজে ৯০ রান করেন। কেভান হগের ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেগ ব্রাথওয়েট, মাইকেল লুইস, অ্যালিক আথানজে, কেসি কার্টি, কাভেম হজ, জাস্টিন গ্রেভার্স, জসুয়া ডি সিলভা, আলজারি জোসেপ, কেমার রোচ, জাইডেন সিলস, শামারাহ জোসেপ।



আপনার মূল্যবান মতামত দিন: