
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নির্দেশনা মোতাবেক শেরপুরে মশাল মিছিল, অগ্নিসংযোগ ও হরতাল পালন করেছে ছাত্রলীগের কিছু নেতাকর্মী।
১৭ ফেব্রুয়ারী (সোমবার) রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় শেরপুর পৌর শহরের ৮ নং ওয়ার্ডের অন্তর্গত মোবারকপুর এলাকায় শেরপুর-শ্রীবরদী রোডে হঠাৎ কয়েকজন যুবক স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন তাদেরকে স্থানীয় ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করেছে তবে নাম প্রকাশ করতে অনাগ্রহ প্রকাশ করেছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করেই ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল করে রাস্তায় অগ্নিসংযোগ করে মোটরসাইকেলে চেপে বিভিন্ন দিকে চলে যায়। আমরা তাদের মাঝে তিন জনকে চিনতে পেরেছি। তারা এলাকারই ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
আপনার মূল্যবান মতামত দিন: