টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা

সময় ট্রিবিউন | ১৫ মার্চ ২০২৪, ১৭:২৯

সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে আজ ম্যাচ জিতলেই সিরিজ জয়, হারলে অপেক্ষা করতে হবে আগামী ম্যাচের জন্য। প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর এখন অনেকটাই চাপমুক্ত টাইগাররা। শেষ দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ নিশ্চিত।

শুক্রবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামছে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দুপুর ২টা ৩০ মিনিটে।

এমন সমীকরণে সিরিজের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। এরই মধ্যে ম্যাচটি টস অনুষ্ঠিত হয়েছে। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। টস হেরে আগে ব্যাটিং করবে টাইগাররা। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।

শ্রীলংকা একাদশ
পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনেথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর