ওমান, সংযুক্ত আরব আমিরাত হয়ে বাংলাদেশ ফিরেছে ঘরের মাঠ মিরপুরে। বিশ্বকাপ স্কোয়াডের বড় একটা অংশের পরিবর্তন এসেছে চলতি পাকিস্তান সিরিজের স্কোয়াডে। কিন্তু তাতে বদলায়নি টাইগার ব্যাটারদের ব্যর্থতার গল্প।
প্রথম টি-টোয়েন্টিতে ১২৭ রানের পুঁজি পেলেও শনিবার (২০ নভেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে করতে পারেনি ১০৮ রানের বেশি। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার নতুন এক মাত্রা দেখালো বাংলাদেশ।
টপ অর্ডারদের ধারাবাহিক ব্যর্থতা যেনো বাংলাদেশের নিত্যদিনের সঙ্গী। এর সাথে মিলিয়ে নেয়া যেতে পারে আফিফের হাত ধরে প্রতিরোধের শুরু, ভালো সংগ্রহের আশা জাগানো এবং মাঝের ওভারগুলোয় ছন্দ হারানো। এর ফলশ্রুতিতে পাকিস্তানকে আরও একবার বড় টার্গেট দিতে পারলো না মাহমুদউল্লাহর দল।
আপনার মূল্যবান মতামত দিন: