আজও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সময় ট্রিবিউন | ২১ নভেম্বর ২০২১, ০১:০৬

ছবিঃ সংগৃহীত

গতকাল টস জিতেছিল বাংলাদেশ। নিয়েছিল ব্যাট করার সিদ্ধান্ত। আশা জাগিয়েও সেই ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ দল। 

শনিবার (২০ নভেম্বর) দ্বিতীয় ম্যাচেও টসে অভিন্ন চিত্র। এবারও সিদ্ধান্তটা বদলালেন না অধিনায়ক মাহমুদউল্লাহ। টস জিতলেন, নিলেন ব্যাট করার সিদ্ধান্তই।

টসের সময় মাহমুদউল্লাহ বলেন, এই উইকেটের চরিত্র বোঝা কঠিন। তবে আগে ব্যাট করে সুবিধাজনক সংগ্রহ দাঁড় করিয়ে সেটি ডিফেন্ড করার পরিকল্পনা রয়েছে আমাদের।

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, টস জিতলে আগে বোলিংই নিতাম।

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ, নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।


আপনার মূল্যবান মতামত দিন: