ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার হলে ১৫ রান তুলতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানেই কোনো উইকেট না হারিয়ে ৮ রান করে জয় তুলে নেয় দিল্লি।
সুপার ওভারে প্রথমে ব্যাট করা হায়দ্রাবাদের ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন অক্ষর প্যাটেলের বলে ৭ রান তুলতে পারেন।
জবাবে রশিদ খান বল করতে এলে শেষ বলে টান টান উত্তেজনার জয় পায় দিল্লি। দিল্লির হয়ে ঋষভ পন্থ ও শিখর ধাওয়ান ব্যাট করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
রোববার (২৫ এপ্রিল) চেন্নাইর চিপোকে এম চিদাম্বরাম স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যেখানে মূল ম্যাচে প্রথমে ব্যাট করা দিল্লি নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান করে।
জবাবে ৭ উইকেট হারিয়ে সমান সংগ্রহ করে হায়দ্রাবাদ।
১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের অপরাজিত হাফসেঞ্চুরি লড়ে যায় হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান ৫১ বলে ৮টি চারে ৬৬ রান করেন। দলের হয়ে দ্বিতীয় সেরা ১৮ বলে ৩৮ রান করেন ওপেনার জনি বেয়ারস্টো।
দিল্লি বোলারদের মধ্যে আবেশ খান ৩টি ও অক্ষর প্যাটেল ২টি উইকেট পান।
আপনার মূল্যবান মতামত দিন: