টি-টোয়েন্টিতে অধিনায়ক তামিম ইকবাল!

সময় ট্রিবিউন | ৭ নভেম্বর ২০২১, ০৩:০৭

ছবিঃ সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মূল পর্বে জয় ছাড়াই দেশে ফিরতে হয়েছে মাহমুদউল্লাহ বাহিনীকে । আর এমন ব্যর্থতায় চলছে ময়নাতদন্ত। যেখানে বিতর্কের কেন্দ্রে কোচ ও অধিনায়ক পদ। কে হবেন বলির পাঁঠা?

এবার মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে তামিম ইকবালকে অধিনায়ক করার কথা চিন্তা করছে বিসিবি। তবে আসন্ন পাকিস্তান সিরিজে অধিনায়কত্বে পরিবর্তনের সম্ভাবনা কম। এছাড়াও ৪-৫ জন খেলোয়াড়কে দল থেকে বাদ দেয়া হতে পারে। টি-টোয়েন্টিতে সুযোগ পেতে পারেন একাধিক তরুণ মুখ।

রিয়াদের বিকল্প হিসেবে তালিকায় আছে সাকিবের নাম। বিশ্বসেরা এই অলরাউন্ডারে অধিনায়কত্বে ২১ ম্যাচের মাত্র ৭টিতে জয় টাইগারদের। পাশাপাশি আন্তর্জাতিক ব্যস্ততার কারণে বিসিবির শতভাগ পছন্দের তালিকায় নেই তার নাম। অন্যদিকে, অধিনায়কত্ব হারিয়ে অনেকটা অভিমানের সুর মুশফিকুর রহিমের। তাই এই ফরম্যাটে তাকে নিয়েও ভাবনা কম বিসিবি কর্তাদের।



আপনার মূল্যবান মতামত দিন: