ক্রিকেট থেকে বিদায় নিলেন ‘চ্যাম্পিয়ন’ ব্রাভো

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২১, ০০:১৩

ছবিঃ সংগৃহীত

২০১৬ সালের আসরে ওয়ার্ল্ড কাপ শিরোপা জিতে ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানেই বিশ্বজয়ের উৎসব করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু ৫ বছর পর ক্যারিবীয়রা চ্যাম্পিয়নের মতো পারফরম্যান্স দেখাতে পারল না। শ্রীলংকার বিপক্ষে ২০ রানে পরাজয়ের সঙ্গে সঙ্গেই দীর্ঘ পাঁচ বছর মাথায় ওঠানো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট হারানো পথে উইন্ডিজরা। এমন ব্যর্থতার দিনেই ক্রিকেট থেকে নিজের বিদায়ের কথা ঘোষণা করলেন ডোয়াইন ব্র্যাভো।

আগামীকাল (শনিবার) আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই হবে ব্রাভোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। 

ক্রিকেটকে বিদায় জানানোর এ সিদ্ধান্তের বিষয়ে ব্রাভো বলেছেন, ‘বিদায় বলার সময় এসে গেছে। উইন্ডিজের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে অনেক উত্থান-পতন হলেও ক্যারিয়ার ভালোই ছিল। ওয়েস্ট ইন্ডিজ দল ও ক্যারিবীয় জনগণের কাছে কৃতজ্ঞ; যারা আমাকে সমর্থন দিয়েছেন। আমার সতীর্থ ক্রিকেটারদের অনেকেই বিশ্বক্রিকেটে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এবং পাশাপাশি খেতাবও জিতেছেন। এর জন্য আমি গর্বিত।’

তথ্যসূত্র: ক্রিকবাজ

 

 



আপনার মূল্যবান মতামত দিন: