রোহিতই ভারতের পরবর্তী অধিনায়ক

সময় ট্রিবিউন | ৫ নভেম্বর ২০২১, ০০:৫২

ছবিঃ সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলে আসবে একাধিক পরিবর্তন। বিরাট কোহলি আগেই জানিয়ে দিয়েছেন, ২০ ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে আর দেখা যাবে না তাকে। বিশ্বকাপের পর এই ফরম্যাটের দায়িত্ব ছাড়বেন তিনি। 

এদিকে ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রির জায়গায় দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়। নতুন কোচ দলের দায়িত্ব নিয়ে ভারত দলটিকে ঢেলে সজাতে চান। জাতীয় দলের সঙ্গে কী ভাবে সমন্বয় তৈরি করবেন, তার জন্য বোর্ডের সঙ্গে বৈঠকে একটি ‘পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন’ দেন দ্রাবিড়। ঠাসা খেলার মধ্যে ক্রিকেটারদের চাপ কমানোর জন্য কী ভাবে বিশ্রাম দেওয়া হবে, রিজার্ভ বেঞ্চকে তিনি কী ভাবে ব্যবহার করবেন, সেটাও বুঝিয়ে দেন দ্রাবিড়। চাকরির জন্য সাক্ষাৎকারের সময় অধিনায়ক ইস্যুতেও কথা বলেছেন রাহুল।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কোহলীর উত্তরসূরি হিসাবে রোহিত শর্মাকে পছন্দ দ্রাবিড়ের। বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন দ্রাবিড়। মূলত অভিজ্ঞতার জন্যই তার রোহিতকে পছন্দ বলে জানান দ্রাবিড়। দ্বিতীয় পছন্দের নামও বলেছেন নতুন কোচ। তার দ্বিতীয় পছন্দ লোকেশ রাহুল।



আপনার মূল্যবান মতামত দিন: