শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর পর এবার সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক মুমিনুল হক।
ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম দিনে শান্তর অভিষেক সেঞ্চুরির পর দ্বিতীয় দিনে শতক পেলেন মুমিনুলও। এ নিয়ে পাঁচদিনের ক্রিকেটে নিজের ১১তম ও দেশের বাইরে প্রথম সেঞ্চুরি করলেন মুমিনুল।
তৃতীয় উইকেট জুটিতে শান্ত-মুমিনুল এরইমধ্যে যোগ করেছেন দুইশোর বেশি রান। শেষ খবরে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪১৫ রান। বর্তমানে মুমিনুল ১২৪ রানে অপরাজিত আছেন। সঙ্গে আছে মুশফিকুর রহিম।
এর আগে, টেস্টের প্রথম দিন ২ উইকেটে ৩০২ রান তুলে দিন শেষ করে সফরকারীরা।
ইনিংসের শুরুতে দলীয় ৮ রানে সাইফের উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল শান্তকে সঙ্গে নিয়ে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন তামিম ইকবাল। সেঞ্চুরি থেকে মাত্র ১০ দূরে থাকতে ব্যক্তিগত ৯০ রানে আউট হন তামিম।
তবে নিজের প্রথম টেস্ট শতক তুলে নেন নাজমুল হোসেন শান্ত। হাফ সেঞ্চুরির দেখা পান অধিনায়ক মুমিনুল। দিন শেষে শান্ত ১২৬ আর মুমিনুল অপরাজিত থাকেন ৬৪ রানে।
লংকানদের পক্ষে বিশ্ব ফার্নান্ডো তুলে নিয়েছেন টাইগারদের ২টি উইকেট।
আপনার মূল্যবান মতামত দিন: