বিশ্বকাপ শেষে অধিনায়কত্ব ছাড়বেন কোহলি

সময় ট্রিবিউন | ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯

ছবি : ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি।

আজ বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ভারতীয় এ অধিনায়ক নিজেই।

কোহলির নেতৃত্ব ছাড়ার গুঞ্জন অবশ্য আগেই ছড়িয়ে পড়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোহলি। তার বদলে ভারতের সীমিত ওভারের ক্যাপ্টেন হতে যাচ্ছেন রোহিত শর্মা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, কোহলি নেতৃত্ব ছাড়বেন নিজের রান খরা কাটাতে ও ব্যাটিংয়ে মনোযোগী হতে।



আপনার মূল্যবান মতামত দিন: