সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার লিজেন্ড পেসার লাসিথ মালিঙ্গা। ২০১১ সালে টেস্ট ও ২০১৯ সালে ওয়ানডেকে বিদায় জানিয়েছিলেন মালিঙ্গা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৮ বছর বয়সী মালিঙ্গা। তিনি বলেন, ‘আজ খুব বিশেষ একটি দিন আমার জন্য। যারা আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার জুড়ে সমর্থন দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আজকে আমি আমার টি-টোয়েন্টি খেলার বুটগুলো শতভাগ বিশ্রাম দিতে চাই।’
টি-টোয়েন্টিতে ২৯৫ ম্যাচ খেলে ৩৯০ উইকেট শিকার করেন মালিঙ্গা। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ১০৭ উইকেটই ।
আপনার মূল্যবান মতামত দিন: