টি টুয়েন্টিতে কিপিং করতে দেখা যাবে না মুশফিককে

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:১০

ছবি : ইন্টারনেট

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে আর কখনও কিপিং করতে দেখা যাবে না মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে। তিনি আর এই ফরম্যাটে কিপিং করতে চাননা বলে জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

অবশ্য এর আগেই টেস্ট ক্রিকেট থেকে গ্লাবস হাতে স্ট্যাম্পের পেছনে দাঁড়ানো ছেড়ে দিয়েছেন তিনি। এবার টি-টোয়েন্টি থেকেও কিপিং ছেড়ে দিলেন সাবেক এই অধিনায়ক। তবে ওয়ানডে ফরম্যাটে আরও কিছুদিন কিপিং করবেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আগেই কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে কিপিং করবেন মুশফিক।

কোচের বক্তব্যমতে রোববারের ম্যাচে মুশফিকিকে গ্লাবস হাতে কিপিং করতে দেখার অপেক্ষায় ছিলেন সবাই। কিন্তু বিকাল সাড়ে ৩টায় জানা যায়, এ ম্যাচেও উইকেটকিপিং করবেন সোহান।খেলা শেষে কোচ জানিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চান না মুশফিক।

রাসেল ডমিঙ্গো বলেন, মুশফিকের সঙ্গে কথা বলার পর উইকেটকিপার বদলানো হয়েছে। আজ তারই কিপিং করার কথা ছিল। তবে মুশফিক আমাকে বলেছে, সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে কিপিং করতে চায় না।

তিনি জানান, আমাদের এখন সোহানের দিকে মনোযোগ দিতে হবে এবং বিশ্বকাপের আগে তাকে নিজের কাজটা করতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: