টানা দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। ক্রিকেটকে ঘিরেই তার বর্তমান জীবন। তার আর ক্রিকেটের কাছাকাছি থাকা যাবে না বলে পরামর্শ দিয়েছেন ডাক্তার।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন, ‘ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে, ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি। মাঝখানে এক বছর আমি এটার সাথে ছিলাম না, ভালোই ছিলাম। কিন্তু এখন আবার টের পাচ্ছি, অনেক সময় নিয়ে নিচ্ছে ক্রিকেট। সবার খোঁজ নেওয়া, টিম নিয়ে কথা বলা- এ জিনিসটা যে আমার শুরু হয়েছে, আসলে এটা অনেক সময় নিয়ে নিচ্ছে আমার।’
দল হারলে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। মন খারাপ হয়ে যায়। পাপন বলছিলেন, ‘আমার একটা খারাপ দিক হলো, বাংলাদেশ হারলে আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে অনেক মেজাজ খারাপ হয়। আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না। এতটা খারাপ লাগে। এটা আসলে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে, যা নিয়ে আমার আগে ধারণা ছিল না।’
আপনার মূল্যবান মতামত দিন: