পর্যবেক্ষণ করতে ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

সময় ট্রিবিউন | ১৮ আগষ্ট ২০২১, ২৩:১৭

ফাইল ছবি

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তার আগে সবকিছু পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে কিউইদের দুই সদস্যের প্রতিনিধি দল। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী খবরটি নিশ্চিত করে জানান, নিউজিল্যান্ড থেকে দুজনের প্রতিনিধি দল মঙ্গলবার এসে ঢাকায় এসে তিন দিনের কোয়ারেন্টিনের জন্য হোটেলে উঠেছে। এদের একজন সিকিউরিটি অফিসার। অন্যজন কোভিড-১৯ প্রটোকল ম্যানেজার। এই সময়ে দুবার করোনা টেস্ট হবে তাদের।

কোয়ারেন্টিন শেষে প্রতিনিধি দল জৈব সুরক্ষা বলয়, হোটেল, হোটেল থেকে মাঠে যাতায়াত প্রক্রিয়া, হাসপাতাল, অনুশীলনের সুযোগসুবিধা পর্যবেক্ষণ করবে। 

কিউইদের মূল দল আসবে ২৪ আগস্ট। তবে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে ইংল্যান্ড থেকে ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম চারদিন আগেই ঢাকায় আসবেন। 



আপনার মূল্যবান মতামত দিন: