শ্রীলঙ্কা সফরে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ০৫:০৮

ছবি : ইন্টারনেট

আগামী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় সফর করবে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)।

ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন মিলার। ওয়ানডে স্কোয়াডে না থাকলেও আছেন টি-টোয়েন্টি স্কোয়াডে ।

ওয়ানডে দলে লম্বা সময় পর জায়গা পেয়েছেন জুনিয়র ডালা। গোড়ালির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড সিরিজে না থাকা সিসান্দা মাগালা লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন।

চলতি বছরের ২ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ। ওয়ানডে সিরিজের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির লড়াই। সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম।

ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), জুনিয়র ডালা, বেউরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, জানেমান মালান, কেশভ মহারাজ, অ্যাইডেন মার্করাম, উইয়ান মুলডার, এনরিখ নর্টজে, অ্যান্ডি ফ্লেকউ, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রসি ভ্যান ডার ডুসেন, কাইল ভ্যারাইনে, লিজার্ড উইলিয়ামস।

টি-টোয়েন্টি স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, বেউরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, সিসান্দা মাগালা, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্টজে, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রসি ভ্যান ডার ডুসেন এবং লিজার্ড উইলিয়ামস।



আপনার মূল্যবান মতামত দিন: