-2021-08-12-14-16-18.jpg)
অনুষ্ঠানিকভাবে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন লিওনেল মেসি। চ বেতন-ভাতা মিলিয়ে ক্লাবটিতে বছরে ৩ কোটি ৫০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন তিনি। এজন্য মেসি এখন সপরিবারে প্যারিসেই রয়েছেন। তবে এখনও ঘর ভাড়া পাননি। তাই থাকছেন শহরের লে রয়্যাল মনচিআও হোটেলে। পিএসজি তাকে বাড়ি খুঁজে না দেওয়া পর্যন্ত মেসি এ হোটেলেই থাকবেন।
সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতি রাতে এই হোটেলের ভাড়া ১৭ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ২০ লাখ টাকা।
যে হোটেলে মেসি রয়েছেন সেখান থেকে পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেস যেতে লাগে মাত্র ১৫ মিনিট। যদিও সতীর্থ সার্জিও রামোস অনুরোধ করেছেন তার বাসায় থাকতে, কিন্তু মেসি আপাতত এ হোটেলেই থাকছেন এবং সেখানে একসময় ছিলেন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সিনেমাজগতের বড় তারকারা।
মেসির বর্তমান ক্লাব সতীর্থ ও বন্ধু নেইমারও এই হোটেলে থেকেছেন। বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালে তিনি পিএসজিতে যোগ দেওয়ার সময় এই রয়্যাল মনচিআও হোটেলেই ছিলেন। প্যারিসের সবচেয়ে বিলাসবহুল অঞ্চলে অবস্থিত মনচিআও হোটেল।
আপনার মূল্যবান মতামত দিন: