মিরপুরে সামান্য বৃষ্টি, বাধা হতে পারে ৫ম টি টুয়েন্টিতে

সময় ট্রিবিউন | ৯ আগষ্ট ২০২১, ২৩:৩৯

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার সাথে টাইগারদের ৫ম টি টুয়েন্টির শেষ ম্যাচ আজ। মিরপুরের আকাশে সোমবার (৯ আগস্ট) দুপুর থেকেই সামান্য বৃষ্টি হচ্ছে । আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি হতে পারে ম্যাচের সময়ও।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর কথা সন্ধ্যা ছয়টায়। গত ৭ আগস্ট বৃষ্টির কারণে ৪র্থ টি টুয়েন্টি তে ম্যাচে টস হয় দেড় ঘণ্টা দেরিতে, খেলা শুরু হয় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর।

দুপুর থেকে মিরপুরের মেঘলা আকাশ থেকে মাঠে পড়ছে সামান্য  বৃষ্টি। সন্ধ্যার আগে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচের শেষভাগে আবারও বৃষ্টি হানা দিতে পারে মিরপুরে।

প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ৩ ম্যাচে টানা জয় পায় টাইগাররা এবং চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি ফরম্যাটে, এখন পর্যন্ত ১০৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ৩৭টি। টাইগারেরা হেরেছে ৬৭টি ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: