অলিম্পিকে ভারতেকে স্বর্ণ এনে দিলেন নিরাজ

সময় ট্রিবিউন | ৮ আগষ্ট ২০২১, ২০:০৯

ছবি : ইন্টারনেট

টোকিও অলিম্পিকের প্রায় শেষ দিকে এসে স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছে ভারত। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে (বর্ষা নিক্ষেপ) স্বর্ণ জিতেছেন নিরাজ চোপড়া। অলিম্পিক অ্যাথলেটিকসে এই প্রথম দেশকে স্বর্ণ উপহার দিলেন ২৩ বছরের এই তরুণ জ্যাভলিন থ্রোয়ার।

পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে (বর্ষা নিক্ষেপ) চ্যাম্পিয়ন হয়েছেন নিরাজ। বর্শা ৮৭.৮৮ মিটার পার করে ভারতকে অলিম্পিকের এবারের আসরে প্রথম স্বর্ণপদক এনে দেন তিনি।

রৌপ্যপদক ও ব্রোঞ্জ জিতেছেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব বাদলেই (৮৬.৬৭ মিটার) ও ভিতেসস্লাভ ভিসেলি (৮৫.৪৪ মিটার)।

অলিম্পিকের একক কোনো ইভেন্টে স্বর্ণ জেতা ভারতের দ্বিতীয় অ্যাথলেট নিরাজ। ২০০৮ আসরে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছিলেন অভিনব বিন্দ্রা।

চোপড়া বলেন,"বাছাইপর্বের রাউন্ডে আমি খুব ভালো ছুঁড়েছিলাম তাই আমি জানতাম যে আমি ফাইনালে আরও ভালো করতে পারবো।আমি জানতাম না এটা সোনা এনে দেবে।"



আপনার মূল্যবান মতামত দিন: