এবারও অলিম্পিকের সেরা দল ব্রাজিল

সময় ট্রিবিউন | ৮ আগষ্ট ২০২১, ০৬:৫৮

ছবিঃ সংগৃহীত

পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিল ফুটবল ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে সফলতম দল। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, সর্বোচ্চ চারবারের কনফাডেরশন্স কাপ, নয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। এবারের অলিম্পিকে স্পেনকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতেছে অলিম্পিক ফুটবলের সোনা। 

শনিবার (৭আগষ্ট) টোকিওর নিশান স্টেডিয়ামে ম্যাচজুড়েই ছিল রোমাঞ্চ।ম্যাচের শুরুর দিকে অবশ্য দাপট দেখাচ্ছিল স্পেন। ১৬ মিনিটে প্রায় এগিয়েও গিয়েছিল তারা। অলমোকে আটকাতে গিয়ে কার্লোস নিজের জালেই বল পাঠাতে বসেছিলেন। পরে নিজেই কোনোমতে গিয়ে গোললাইন থেকে সেটি ঠেকান এই ডিফেন্ডার।

৩৬ মিনিটে ব্রাজিল পেয়ে গিয়েছিল আরও বড় সুযোগ। ম্যাথিয়াস কুইয়া ফাউল করে বসেন স্পেন গোলরক্ষক সিমোন। কিন্তু পেনাল্টি শট বারের ওপর দিয়ে মারেন রিচার্লিসন। প্রথমার্ধের যোগ করা সময়ে কুইয়া। স্পেনের পাউ তোরেসের ভুলের সুযোগ নিয়ে দুর্বল এক শটে ব্রাজিলকে এগিয়ে দেন তিনি। 

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভালো খেলতে থাকে স্পেন। ৫৬ মিনিটে অস্কার গিলের ক্রস থেকে দুর্দান্ত এক গোল করেন মিকেল ওইয়ারসাবাল। এই গোলেই ম্যাচে সমতা ফেরে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

গোলপোস্টও দুই দলের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকবার। মাথেউস কুইয়া প্রথমার্ধের একদম শেষদিকে ব্রাজিলকে এগিয়ে দেন। পরে দ্বিতীয়ার্ধে সমতা আনেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল। অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে সোনা এনে দেন মালকম। পঞ্চম দেশ হিসেবে ফুটবলে টানা দ্বিতীয়বার সোনা জিতেছে তারা। 

ব্রাজিল দুনিয়াজুড়ে সবচাইতে বেশি ফুটবলার রপ্তানি করে। ব্রাজিল ফিফা বর্ষসেরা ফুটবল দল (১৯৯০ থেকে) হয়েছে সর্বোচ্চ ১২বার। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২১বার অংশগ্রহণ করা দল ব্রাজিল (২য় সর্বোচ্চ ১৮বার জার্মানি)। ফিফা র‍্যাংকিং-এ এখন পর্যন্ত ব্রাজিল সর্বোচ্চ ১৪ বার প্রথম, ৬বার ২য় এবং ৩বার ৩য়। ফুটবলে প্রচলিত সর্বজনবিদিত বাক্যটি হল, “ফুটবলের জন্ম দিয়েছে ইংরেজরা, ব্রাজিল সেই ফুটবলের পরিপূর্ণতা দিয়েছে।”



আপনার মূল্যবান মতামত দিন: