তিন বছরের চুক্তিতে পিএসজিতে মেসি!

সময় ট্রিবিউন | ৮ আগষ্ট ২০২১, ০৪:০৮

ছবিঃ সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বার্সা ছাড়ার পর মেসি কোন ক্লাবে যাবেন এই প্রশ্ন এখন ফুটবল ভক্ত থেকে শুরু করে সবার।

মেসিকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এবার জানা গেল, আনুষ্ঠানিকভাবে মেসির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ক্লাবটি।

স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি করবেন মেসি। নেইমার পিএসজিতে যত বেতন পান তার চেয়ে বেশি দেওয়া হবে এই আর্জেন্টাইন তারকাকে।

ফরাসি প্রভাবশালী পত্রিকা এল ইকুইপে জানিয়েছে, পিএসজি মেসিকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এরপর চুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে। মেসির বাৎসরিক বেতন হবে ৪০ মিলিয়ন ইউরো। যা কিনা নেইমার বেতনের চেয়ে ৫ মিলিয়ন বেশি।

মেসিকে আগামী মঙ্গলবারই প্রেজেন্টেশন করতে মরিয়া পিএসজি। মেসিও পিএসজির জার্সিতে নিজেকে প্রেজেন্ট করতে চান বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভো।



আপনার মূল্যবান মতামত দিন: