স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ২২:৫৪

ছবি : ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর মাঝপথে স্থগিত হয়ে যায়। তবে আবার শুরু হচ্ছে এই আইপিএলের বাকি অংশ।

রোববার (২৫ জুলাই) এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরের অবশিষ্ট অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ২৭ দিনের সূচিতে ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর।

ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহয়। যেখানে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচসহ শারজাহতে হবে ১০টি ম্যাচ। বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে।

সূচি পরিবর্তন হলেও পূর্বের সময়েই ম্যাচগুলো হবে। রাতের ম্যাচগুলো হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বিকেলের ম্যাচগুলো হবে ৪টায়। দিনে দুটি করে ম্যাচের সূচি আছে সর্বসাকুল্য সাত দিন। অর্থাৎ ৩১ ম্যাচের মধ্যে মাত্র ৭টি ম্যাচের সূচি রয়েছে বিকেলে। বাকিগুলো রাতে হবে। আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

 



আপনার মূল্যবান মতামত দিন: