তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টস হেরে শুরুতে বল হাতে মাঠে নামছে বাংলাদেশ। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতে ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা।
স্বাগতিক জিম্বাবুয়ের একাদশে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশের একাদশে মেহেদী হাসানের বদলে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ। এ ম্যাচেও ওপেনার লিটন দাস ও তারকা পেসার মুস্তাফিজুর রহমান রয়ে গেলেন একাদশের বাইরে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। আজ যারা জিতবে সিরিজ ট্রফি পাবে তারাই।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, মিল্টন শুম্বা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও তেন্দাই চাতারা।
আপনার মূল্যবান মতামত দিন: