বল হাতে রুদ্ররূপে সাকিব একাই নিলেন ৫ উইকেট

সময় ট্রিবিউন | ১৭ জুলাই ২০২১, ০৪:২৭

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তুজাকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে উইকেটের মালিক এখন সাকিব আল হাসান।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ব্রেন্ডন টেলরের উইকেটটি তুলে নিয়ে এই কীর্তি গড়েন এই ফর‌ম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার। রেকর্ডের দিনে আরো একটি দুর্দান্ত বোলিং স্পেল উপহার দিয়েছেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারে ৩য়বারের মতো তুলে নিলেন ৫ উইকেট।

ওয়ানডেতে মাশরাফির উইকেট ২৬৯টি। এতদিন তার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব। তবে এবার ছাড়িয়ে গেলেন তাকেও। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে আউট করলেন দুর্দান্ত এক ডেলিভারিতে।

এই তালিকায় সাকিব আর মাশরাফির পর কেবল একজনের দুইশর বেশি উইকেট আছে। তিনি হলেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ১৫৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ২০৭টি।

পরের দুটি অবস্থান দুই পেসার রুবেল হোসেন আর মোস্তাফিজুর রহমানের। রুবেল ১০৪ ম্যাচ নিয়েছেন ১২৯ উইকেট। মোস্তাফিজ ৬৭ ম্যাচেই ১২৪ উইকেট।



আপনার মূল্যবান মতামত দিন: