ব্রাজিলিয়ান না হলে আর্জেন্টিনার সমর্থন করতাম: নেইমার

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২১, ২২:১৬

ছবি: ইন্টারনেট

ফুটবল ক্যারিয়ারে জাতীয় দলের জার্সি গায়ে বড় কোনো শিরোপা জেতা হয়নি নেইমারের। কোপা আমেরিকার সবশেষ আসরে ব্রাজিল শিরোপা জিতলেও ইনজুরির কারণে গ্যালারিতে বসে খেলা দেখতে হয়েছিল ব্রাজিলিয়ান পোস্টার বয় খ্যাত নেইমারের।

যার কারণে নিজের প্রথম কোপার ফাইনালে শিরোপার জন্য নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত রয়েছেন তিনি। অবশ্য, ব্রাজিলিয়ান না হলে আর্জেন্টিনার সমর্থন করতে বলেও জানান নেইমার।

রোববার সকালে রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ‘সুপার-ক্লাসিকোতে’ আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে প্রথম শিরোপা উদযাপন করতে চান নেইমার। এরজন্য নিজের সবটাই ঢেলে দিতে চান পিএসজির এই তারকা ফরোয়ার্ড।

সবশেষ আসরে দলের সঙ্গে থাকতে না পারার আপসোস নিয়ে নেইমার, ‘আমি অনেক কিছু সয়েছি, তবে দৃঢ়ভাবে সবকিছু সামলেছি। একই সঙ্গে মনে হতো, এই সময় তো আমার মাঠে থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি বাইরে বসে আছি। এটা আমার প্রথম কোপা আমেরিকা ফাইনাল হতে যাচ্ছে, আর এটা জিততে আমি আমার সবটুকু উজাড় করে দেব।’



আপনার মূল্যবান মতামত দিন: