সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোতে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠল স্পেন। টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে ৩-১ গোলে জয় পায় স্পেন।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুক্রবার (২ জুলাই) কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে বুসকেতস ও পেড্রিরা। ম্যাচের ৮ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সুইজারল্যান্ড। তবে বিরতির পর ৬৮ মিনিটে শাকিরির গোলে সমতা ফিরিয়েছে সুইসরা। দলের একজন লাল কার্ড দেখে মাঠ ছেড়ে চলে গেলে দশজনের দল নিয়ে লড়াই চালিয়ে যায় তারা। রুখে দেয় প্রতিপক্ষের একের পর এক আক্রমণ। গোলরক্ষক ইয়ান সোমের দুর্দান্ত কিছু সেভ করেছেন। নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে দলকে বাঁচিয়েছেন বেশ কয়েকবার। তবে নির্ধারিত সময়ের পর খেলা গড়ায় ট্রাইবেকারে। এতেই হেরে যায় সুইজারল্যান্ড।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১'এ সমতা থাকে। কিন্তু টাইব্রেকারে শেষ রক্ষা হয়নি। ৩-১ গোলে জয় তুলে নেয় স্প্যানিশরা।
পেনাল্টি শুট আউটে স্পেনের শুরুটা হয় ভুল দিয়ে তাদের প্রথম শট পোস্টে মারেন অধিনায়ক সার্জিও বুসকেতস। অন্যদিকে সুইসদের হয়ে বল জালে পাঠান ফাবিয়ান, ওলমো। এরপর সুইসদের দ্বিতীয় শট ঠেকান উনাই সিমোন। স্পেনের রদ্রির শট আটকে দেন ইয়ান সমের। সুইসদের পরের শটও ঠেকান সিমোন। স্পেনকে এগিয়ে নেন জেরার্ড মরেনো ২-১। চতুর্থ শটে সুইজারল্যান্ডের রুবেন ভার্গাস বল উড়িয়ে মারেন। এরপর মিকেল ওইয়ারজাবাল গোল করলে সেমিতে ওঠার উৎসবে মাতে স্পেন।
আপনার মূল্যবান মতামত দিন: