টেস্ট হলে ডাক পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ

সময় ট্রিবিউন | ২৭ জুন ২০২১, ০১:৫৯

ছবি : ইন্টারনেট

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকলেও টেস্ট দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এবার সাদা পোশাকেও দলে রাখা হলো তাকে। শনিবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

২০২০ সালের শুরুতে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছিলেন মাহমুদউল্লাহ। করোনা পরর্বতী ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে রাজকীয় সংস্করণে দল খেললেও সুযোগ মেলেনি তার।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সফরে ১ টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। এই সফর দিয়ে ১৬ মাস পর টেস্ট দলে দেখা যাবে ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানকে।

গেল সপ্তাহে প্রাথমিকভাবে টেস্ট ও ওয়ানডে দলে ১৭ জনের নাম রাখা হয়। অন্যদিকে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়। মাহমুদ উল্লাহ ডাক পাওয়া টেস্টে দলের সদস্যের সংখ্যা বাড়িয়ে ১৮তে দাঁড়ালো।

 



আপনার মূল্যবান মতামত দিন: