কোপা আমেরিকায় করোনার হানা

সময় ট্রিবিউন | ২৩ জুন ২০২১, ০১:১৯

ছবি : ইন্টারনেট

করোনা মহামারীর কারণে বেহাল অবস্থা ব্রাজিলের। এরই মাঝে চলছে কোপা আমেরিকার আসর। টুর্নামেন্ট শুরুর আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ভেনিজুয়েলার আট ফুটবলার। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১৪০ জন খেলোয়াড়, কর্মকর্তা এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কনমেবল দিয়েছে আরও ভয়ংকর তথ্য। শুধু মাত্র গত বৃহস্পতিবারই টুর্নামেন্ট এর ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ওই ৬৬ জন সহ মোট ১৪০ জন এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কনমেবল।

প্রথমদিকে খেলোয়াড়-স্টাফ আক্রান্তের হিড়িক পড়লেও অবশ্য টুর্নামেন্টের মাঝামাঝি এসে হোটেলকর্মী, দলগুলোর দেখাশুনার দায়িত্বে থাকা কর্মী, টুর্নামেন্টের নানাবিধ কাজে সংশ্লিষ্টের মাঝে শনাক্তের হার বাড়ছে।

এদিকে, করোনায় বিপর্যস্ত ব্রাজিল কোপা আমেরিকা আয়োজনে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে হোটেলে নারীদের নিয়ে পার্টি করে বিতর্কের জন্ম দিল চিলির ফুটবলাররা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বিষয়টি প্রমাণিত হলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে দেশে।

 


আপনার মূল্যবান মতামত দিন: