
করোনায় আক্রান্ত হওয়ার পর শচীন টেন্ডুলকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার টুইটে নিজেই এই খবর জানান তিনি।
টুইটে শচীন লিখেছেন, ‘আপনাদের সবার শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিকিৎসকদের পরামর্শে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করি কয়েক দিনের মধ্যেই বাড়িতে ফিরব। সবাই সাবধানে থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন।’
এর আগে গত ২৭ মার্চ প্রকাশ্যে এসেছিল শচীনের করোনা আক্রান্ত হওয়ার খবর। টুইটে নিজেই খবরটি দিয়েছিলেন তিনি।
সেই সময়ে বলেন, ‘আমি সব ধরনের সচেতনতা অবলম্বন করেছিলাম। তারপরও হালকা উপসর্গের পর আজ করোনা পজিটিভ হলাম।’
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: