করোনার প্রকোপ বাড়ায় শঙ্কা জেগেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। করোনায় নাজেহাল অবস্থা ভারতের। দিন যত যাচ্ছে, তত প্রশ্ন উঠছে ভারতে বিশ্বকাপ হবে কি না? কারণ বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি।
তবে, ভারতের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে। আরেকটি বিকল্প ভেন্যু হিসেবে নাম আসছে ওমানের। শেষ পর্যন্ত আরব আমিরাতে না হলে ওমানেও হতে পারে এবারের বিশ্বকাপ।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, গতকাল মঙ্গলবার আইসিসির সভায় আলোচনা হয়েছে বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত দিতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে স্বাগতিকদের। তবে ভারতের মাটিতে খেলা না হলেও মূল আয়োজক হিসেবে তারাই থাকছে।
রাতেই এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘আয়োজক দেশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই মাসের শেষ দিকে। তবে টুর্নামেন্ট যেখানেই সরে যাক, বোর্ড নিশ্চিত করেছে এর আয়োজন স্বত্ব বিসিসিআইয়ের কাছেই থাকবে।’
আপনার মূল্যবান মতামত দিন: