স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ২০:২৯

ছবি : ইন্টারনেট

শুরুর একদিনের মাথায় আবারো বন্ধ হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এবার আর করোনার কারণে নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

তিন ভেন্যুতে প্রতিদিন ৬টি করে ম্যাচ হওয়ার কথা থাকলেও সোমবার প্রচণ্ড বৃষ্টিতে ধুয়ে গেছে বিকেএসপির প্রথম দুই ম্যাচ। বৃষ্টির হানায় দিনের বাকি দুই ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচই হয়েছে পূর্ণ ৪০ ওভার। মিরপুরেও কার্টেল ওভারে খেলা শেষ করতে হয়েছে আবাহনী এবং পারটেক্সকে। 

তবে মঙ্গলবার আবহাওয়ার অবস্থা আরও খারাপ হলে দিনের ৬টি ম্যাচই স্থগিত করার সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদফতরের সূত্র মতে, এরকম অবস্থা বিরাজ করবে আরও কিছুদিন।

তাই বাধ্য হয়ে আগামী দুই দিনের খেলাগুলোও না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। স্থগিত ম্যাচের সূচি সুবিধাজনক সময়ে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে তারা। এর আগে গত বছর মার্চ মাসে এক রাউন্ড খেলার পর করোনার প্রকোপে বন্ধ হয়ে যায় ডিপিএল।

 



আপনার মূল্যবান মতামত দিন: