কেঁদে কেঁদে মাঠ ছাড়লেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | ১৬ মার্চ ২০২১, ২৩:৪৩

ছবিঃ পিন্টারেস্ট

খেলার মাঝপথেই এক খবর শুনে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) আর্জেন্টাইন তারকা আনহোল ডি মারিয়া। দ্রুত স্টেডিয়াম ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। 
ফ্রেঞ্চ লিগ ওয়ানে রোববার রাতের ম্যাচে নান্টেসের বিপক্ষে খেলার সময় এভাবেই মাঠ ছাড়তে হয় ডি মারিয়াকে।

এর কারণ জানিয়েছে ইউরোপের ফুটবলভিত্তিক গণমাধ্যম গোলডট কম ও মার্কা।
গণমাধ্যম দুটি জানায়, ৬২ মিনিট খেলা হয়েও গিয়েছিল। নান্টেসের বিপক্ষে তেমন একটা সুবিধাজনক পর্যায়ে ছিল না পিএসজি। এ সময় পিএসজি শিবিরে খবর আসে, ডি মারিয়ার প্যারিসের বাসভবনে হামলা চালিয়েছে ডাকাতরা। এ সময় দুই মেয়েসহ তার স্ত্রী সেখানে অবস্থান করছিলেন। খবর শোনার সঙ্গে সঙ্গে ডি মারিয়াকে মাঠ থেকে তুলে নেন কোচ পচেত্তিনো। তার বদলি হিসেবে লিয়ান্দ্রো পারদেসকে নামান।
দ্রুত মাঠ ছেড়ে নিউলি সুর সেইনে অবস্থিত নিজের বাসভবনে ছুটে যান ডি মারিয়া। 
ফ্রান্সের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ডি মারিয়ার পরিবার সুরক্ষিত ও অক্ষতই আছে।  শুধু ডি মারিয়ার বেলায়ই এমনটি ঘটেনি। একই দিন পিএসজির হয়ে খেলা ডি মারিয়ার সতীর্থ মার্কুইনহোসের বাসায়ও হামলা চালিয়েছে ডাকাতরা।
ডি মারিয়ার প্রস্থানের পর আরও দুর্বল হয়ে পড়ে পিএসজি। ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দিকের দল নান্টেসের কাছে ১-২ গোলের ব্যবধানে ম্যাচ হেরে যান বর্তমান চ্যাম্পিয়নরা।
তথ্যসূত্র: গোল ডট কম, মার্কা



আপনার মূল্যবান মতামত দিন: