বিপিএল-২০২৪ আসরের ১৪তম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষ স্থান ফিরে পেয়েছে খুলনা টাইগার্স। এ জয়ের মাধ্যমে চার ম্যাচের চারটিতেই জিতে এখন পর্যন্ত আসরের একমাত্র অপরাজিত দল এনামুল হক বিজয়দের খুলনা।
সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দেওয়া ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার অধিনায়ক এনামুল বিজয় ও ওয়েস্ট ইন্ডিজের ইভিন লুইস। ১৩ বলে ২৬ রানের আগ্রাসী ইনিং খেলা লুইস ব্যাথা পেয়ে মাঠের বাইরে যেতে হয়। তবে শেষ অব্দি আফিফ হোসেনকে সাথে নিয়ে ১৪.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে খুলনা। বিজয় ৪৮ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৮ আর আফিফ ২৭ বলে ১ চারের সঙ্গে ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৩৭ রানে। এতে করে ৩২ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পায় খুলনা টাইগার্স।
এর আগে, টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ঢাকা। দলের হয়ে ২১ বলে সর্বোচ্চ ৪১ রান করেন নাইম শেখ।
দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে খুলনা টাইগার্সকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘণ্টা কয়েকের ব্যবধানে হারানো জায়গা পুনরুদ্ধার করলো টাইগার্সরা। ঢাকাকে ১০ উইকেটে উড়িয়ে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আবারো শীর্ষে উঠেছে খুলনা।
আপনার মূল্যবান মতামত দিন: