কাতার বিশ্বকাপে স্বপ্নের শিরোপা ছুঁয়েছেন লিওনেল মেসি। ওই স্বপ্ন ছোঁয়ার পথে যে জার্সি পরেছিলেন লিও তার ছয়টি নিলামে তোলা হয়। নিলামে ওই জার্সি ছয়টি ৭৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশের হিসাবে যা প্রায় ৮৫ কোটি ৩৭ লাখ টাকা।
মিয়ামিতে স্থানীয় সময় বৃহস্পতিবার এই নিলামের সময় শেষ হয়েছে। নিউইয়র্কের ব্রোকার হাউজ সোথেবি এই নিলাম ডাকে। তিন ডাকে জার্সি ছয়টি বিক্রি হয়ে গেছে।
কাতার বিশ্বকাপে মেসি ফাইনাল, সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে পরা জার্সিসহ ছয়টি জার্সি নিলামের জন্য দেন। গত ২২ নভেম্বর তার জার্সি নিলামে তোলার ঘোষণা দেন লিও। নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ ইউনিকাস নামের শিশু হাসপাতালে অনুদান হিসেবে দেওয়া হবে।
সোথেবি প্রত্যাশা করেছিল, মেসির বিশ্বকাপের ছয়টি জার্সির দাম ১০ মিলিয়ন বা ১১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এর আগে মাইকেল জর্ডানের ১৯৯৮ এনবিএ’র আইকনিক শিকাগো বুলসের জার্সি রেকর্ড ১০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: