শ্রীলংকার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছে টাইগাররা

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ০৮:০২

ছবি : ইন্টারনেট

শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে আধিপত্য ধরে রাখতে সামর্থ্যের সবটুকু উজাড় করে খেলার জন্য সতীর্থ খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের আগে এ আহবান জানান তামিম।

 


সীমিত ওভারের আসন্ন হোম সিরিজকে সামনে রেখে আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘ শ্রীলংকার অধিকাংশ খেলোয়াড়ের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। আমরা জানি তারা মানসম্পন্ন একটি দল। আমরা কোনো কিছুই সহজভাবে লাভ করতে পারব না। তাদের বিপক্ষে ম্যাচ জিততে হলে আমাদের সেরার চেয়েও বেশি কিছু দিতে হবে।’

পিতৃত্বকালীন ছুটি কাটানোর জন্য নিউজিল্যান্ড সফরে দলের বাইরে থাকলেও লংকানদের বিপক্ষে আসন্ন হোম সিরিজে অল রাউন্ডার সাকিব আল হাসানকে ফিরে পাচ্ছে টাইগাররা। গত এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজেও অনুপস্থিত ছিলেন দেশ সেরা এই অল রাউন্ডার। টেস্টে অংশ গ্রহনের পরিবর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেই (আইপিএল) বেছে নিয়েছিলেন তিনি।

সাকিব নিজের পছন্দের তিন নম্বরেই ব্যাটিং করতে পারবেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক তামিম। ২০১৯ বিশ্বকাপে ওয়ান ডাউনের ব্যাটসম্যান হিসেবে দারুণ সফল হয়েছিলেন তিনি। ওই সময় আসরের তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান সংগ্রহ করতে সক্ষম হন টাইগার অল রাউন্ডার। আসরে সর্বোচ্চ ৬৪৮ রান সংগ্রহ করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। তবে সাকিবের সংগ্রহশালায় বাড়তি যোগ হয়েছিল ১১টি উইকেট।

তামিম বলেন, ‘সাকিব তৃতীয় স্থানেই ব্যাট করবেন। বিশ্বকাপে ৯ ম্যাচ থেকে সাকিব ৬০০ এর অধিক রান সংগ্রহ করায় তার ব্যাটিংয়ের অবস্থান পরিবর্তনের প্রত্যাশা জোড়ালো হয়েছে। ঘটনাটি আমাদের কাছেও স্মরণীয় হয়ে আছে। কিন্তু সব সময় সেটি সম্ভব হয় না। আমি চাই সে যেন প্রতিটি ম্যাচেই এমন রান করে। তবে এটি খুবই বিরল পারফর্মেন্স। সেটি যদি না ঘটতো তাহলে ভয়ের কিছু থাকতো না। এমতাবস্থায় আমি খুব একটা আতঙ্কিত নই।’

সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৮ মে। দিবারাত্রির সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে

 



আপনার মূল্যবান মতামত দিন: