করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খালেদ মাহমুদ সুজন

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ০২:৩৪

ছবি : ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।শনিবার (২২ মে) বিষয়টি নিশ্চিত বিসিবির অপর পরিচালক আকরাম খান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রোববার (২৩ মে)। তিন ম্যাচের এই সিরিজে টাইগারদের টিম লিডার হিসেবে থাকার কথা ছিল সুজনের। ঈদ পরর্বতী জাতীয় দলের অনুশীলনে দলের সঙ্গে দেখা যায়নি তাকে।

আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘ঘরের মাঠে খেলা তাই টিম লিডার নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।’ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আরটিভি নিউজকে বলেন, ‘আমি শুনেছি তিনি অসুস্থ। এই কারণে টিম হোটেলে তিনি উঠছেন না।’

১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১২ টেস্ট ও ৭৭ ওয়ানডে খেলেছেন খালাদে মাহমুদ সুজন। রান তুলেছেন যথাক্রমে ২৬৬ ও ৯৯১। সাদাপোশাকে ১৩টি ও রঙিন পোশাকে ৬৭ উইকেট রয়েছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের নামের পাশে।৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১ হাজার ৭৬৭ রান সংগ্রহ করেন তিনি। উইকেট শিকার করেছেন ৯৭টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২৫ ম্যাচ খেলে ১ হাজার ৮৯১ তোলেন। উইকেট আদায় করেন ১৪৪টি।



আপনার মূল্যবান মতামত দিন: