এশিয়ার সেরা আট তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছেন বালাদেশের ফরোয়ার্ড শেখ মোরসালিন। বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে তার দারুণ গোলের স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে হোম ম্যাচে দুর্দান্ত এক গোল করে শিরোনাম হয়েছেন মোরসালিন।
বাংলাদেশের এই স্ট্রাইকারের কীর্তি এএফসির ওয়েবসাইটে দারুণভাবে আলোচিত হয়েছে। মাত্রই এক বছর আগে জাতীয় দলে অভিষেক। এরইমাঝে বাংলাদেশের ফুটবলে বিশেষ অবস্থান করে নিয়েছেন এই তরুন ফরোয়ার্ড। আক্রমণভাগে গোলস্কোরিং দক্ষতার সাথে অ্যাসিস্ট করে এশিয়ার ফুটবল বোদ্ধাদের নজর কেড়েছেন।
তার দারুণ এক গোলেই বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় র্বে পিছিয়ে পড়েও লেবাননের বিপক্ষে স্বস্তির ড্র করেছে বাংলাদেশ। এশিয়ান অঞ্চলের সেরা আট তারকার তালিকায় মোরসালিন আছেন দক্ষিণ কোরিয়ার হিউয়েন মিন সন, অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার, ইরানের মেহদি তারেমির মত মহাদেশের সেরা তারকাদের সাথে।
বসুন্ধরা কিংসের এই তরুণ তুর্কি এই বছর সাফ চ্যাম্পিয়নশিপে দুই গোল আর এক অ্যাসিস্ট করে দলকে সেমিফাইনালে উঠতে সাহায্য করেছেন। তার এই কৃতিত্বকে স্মরণ করে এএফসি তাদের ওয়েবসাইটে মোরসালিনকে দারুন প্রতিভাবান এক তরুণ ফুটবলার হিসেবে উল্লেখ করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: