হার দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | ১২ নভেম্বর ২০২৩, ১১:০৬

হার দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করলো পাকিস্তান

ইংল্যান্ডের কাছে বড় পরাজয় নিয়ে বিশ্বকাপ ক্রিকেটের যাত্রা শেষ হলো পাকিস্তানের। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংস শেষেই জানা হয়ে গিয়েছিল, বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হচ্ছেনা পাকিস্তানের।

সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য পাকিস্তানকে পেরুতে হতো ৬.৪ ওভারে অসম্ভব সেই সমীকরণের সামনে দাঁড়িয়ে তাই বিশ্বকাপ মিশনকে গুডবাই বলতে হয়েছে বাবর আজমদের। এরপরের লক্ষ্য ছিল ন্যূনতম জয়। শেষ ম্যাচে স্বান্তনার জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চেয়েছে পাকিস্তান।

কিন্তু ইংলিশ বোলারদের তোপের মুখে হয়নি সেটিও। ৩৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান অলআউট হয়েছে ২৪৪ রানে। ম্যাচটা পাকিস্তান হেরেছে ৯৩ রানে।

অন্যদিকে আসরের অধিকাংশ সময় পয়েন্ট টেবিলে দশে থাকা ইংল্যান্ড তিন জয় তুলে নিয়ে সাতে থেকে আসর শেষ করেছে। নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা।

ইডেনে টস জিতলে শুরুতে ব্যাটিং করার কথা দু’বার ভাবতে হয় না। ইংল্যান্ডও টস পক্ষে আসতেই চোখ বুজে ব্যাটিং নেয়। টপ অর্ডারের তিন ব্যাটারের ফিফটিতে ৯ উইকেট হারিয়ে তোলে ৩৩৭ রান। দলটির ওপেনার জনি বেয়ারস্টো ৫৯ রানের ইনিংস খেলেন। তিনে নামা জো রুট খেলেন ৬০ রানের ইনিংস।

নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি করা বেন স্টোকস এদিন ৮৪ রান করেন। ৭৬ বল খেলে ১১টি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া জস বাটলার ২৭ ও হ্যারি ব্রুক ৩০ রান করলে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

জবাব দিতে নেমে পাকিস্তান শুরু থেকে উইকেট হারাতে শুরু করে। ওপেনার আব্দুল্লাহ শফিক এদিন শূন্য করেন। ফখর জামানের ব্যাট থেকে আসে ১ রান। বাবর আজম (৩৬), সৌদ শাকিল (২৯) সেট হয়ে ফিরে যান। একমাত্র ফিফটি পান আগা সালমান। তিনি ৫১ রান করে আউট হন। শেষ দিকে শাহিন আফ্রিদি ২৫ ও হ্যারিস রউফ ৩৩ রানের ইনিংস খেললে হারটা সম্মানজনক পর্যায়ে দাঁড়ায় পাকিস্তানের। তারা ৪৩.৩ ওভারে ২৪৪ রান তুলে থামে।



আপনার মূল্যবান মতামত দিন: