পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | ২৫ অক্টোবর ২০২৩, ২০:৫১

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দাপুটে জয়

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ৮২ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেট আর ৩ বল হাতে রেখে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার (২৫ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাাদেশ। নাহিদা আক্তারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলেন অধিনায়ক বিসমাহ মারুফ। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার দুর্দান্ত বোলিং করেন। ৩.৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৮ রান দিয়ে একাই নেন ৫টি উইকেট।

৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১২ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। রানআউটের শিকার হয়ে ৫ রান করে সাজঘরে ফেরত যান শামিমা সুলতানা।

এরপর দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করেন মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি। ২৫ বলে ১৬ রানে আউট হন মোস্তারি। মুর্শিদা খাতুন ফেরত যান ২৩ রানে।

২ রান ও ৬ রানে আউট হন যথাক্রমে স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন অধিনায়ক নিগার সুলতানা। শেষ পর্যন্ত ২৮ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট শিকার করেন দিয়ানা বাইগ, নাশরা সন্দু ও উম্মে হানি।


আপনার মূল্যবান মতামত দিন: