আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ সাকিব

সময় ট্রিবিউন ডেস্ক | ১৩ এপ্রিল ২০২৩, ০১:০৩

সংগৃহীত

নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে টপকে আইসিসির চোখে মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে দ্বিতীয়বার পুরস্কারটা জিতলেন বাঁহাতি অলরাউন্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট দুটিই ছিল সাকিবের। ২-১ ব্যবধানে বাংলাদেশের হারের সে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫০ রানে, সে ম্যাচে ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রানের পর বোলিংয়ে চার উইকেট নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৩-০ ব্যবধানে জয়ের পথে তিন ম্যাচেই উইকেট নিয়েছেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩৪ রানের একটা ইনিংসও ছিল।

ইংলিশদের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেই একেবারে ঝলসে ওঠেন সাকিব। ওয়ানডে সিরিজে যেমন, তেমনি টি-টোয়েন্টিতেও। প্রথম ওয়ানডেতে অপরাজিত ছিলেন ৯৩ রানে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ বলে অপরাজিত ৩৮ রানের পর বল হাতে পাওয়ারপ্লেতেই ৫ উইকেট।

সব মিলিয়ে মার্চে যে ১২ ম্যাচ খেলেছেন তাতে ৩৫৩ রানের পাশাপাশি ১৫ উইকেট সাকিবের।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন: