সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত "ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ-২০২৩" এ ১-০ গোলে সিশেলস জাতীয় ফুটবল দলকে হারিয়ে জয় পেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বাংলাদেশ সময় দুপুর ০৩:৪৫ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু হয়। প্রথমার্ধের ৪২ মিনিটের সময় অধিনায়ক জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক থেকে হেড দিয়ে গোল করেন তারিক কাজী। জাতীয় দলের হয়ে এটি ছিলো তারিক কাজীর ১ম গোল।
খেলার দ্বিতীয়ার্ধে দারুণ আক্রমণাত্মক খেলা শুরু করে সিশেলস। পাশাপাশি পাল্টা আক্রমণ করে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী ২৮ মার্চ বেলা ০৩:৪৫ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে সিশেলস জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
আপনার মূল্যবান মতামত দিন: