সাড়ে ছয় বছর পর ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে জয়

সময় ট্রিবিউন ডেস্ক | ৭ মার্চ ২০২৩, ০৬:৫২

সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের ২৪৬ রান নগন্য মনে হওয়ার কথা। তবে পঞ্চাশ ও একশ’ রানের পরে দুই ধাক্কা দিয়ে ইংল্যান্ডকে ১৯৬ রানে অলআউট করেছে টাইগার বোলাররা। ৫০ রানে জিতে ওয়ানডে সুপার লিগের টেবিলে জমা করেছে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট।

আজ সোমবার (৬ মার্চ) টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে দল। মিরপুরে ব্যর্থ হওয়া লিটন দাস চট্টগ্রামেও ছিলেন একই বৃত্তে। রানের খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক তামিম ফিরে যান ১১ রান করে। ওই বিপর্যয় সামাল দেন টপ অর্ডারের নাজমুল শান্ত এবং মিডল অর্ডারের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

ব্যাট হাতে দুর্দান্ত ইনিংসের পর বল হাতে ঘূর্ণিতে ইংল্যান্ডকে একাই কাবু করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাতে সাড়ে ছয় বছর পর ইংলিশদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ব্যাট হাতে ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ও বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক সাকিব। তার ৭১ বলের ইনিংস সাজানো ছিল সাতটি চারের শটে।

দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান আসে মুশির ব্যাট থেকে। তিনি ৯৩ বল খেলে ছয় চারে ওই রান করেন। তিনে নামা নাজমুল শান্ত দ্বিতীয় ওয়ানডে ফিফটি করে ৫৩ রানে ফেরেন। বাংলাদেশ সাত বল থাকতে অলআউট হয়।

ইংলিশদের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা সবশেষ জয় পেয়েছিল ২০১৬ সালের অক্টোবরে।

 


আপনার মূল্যবান মতামত দিন: