দুর্দান্ত জয়ে কাবাডির ফাইনালে গবির ছেলে মেয়েরা

গবি প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:১৫

সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২২ এর ৩য় আসরে, দুর্দান্ত জয়ে কাবাডির পুরুষ এবং নারী দুই ইভেন্টেরই ফাইনালে পৌঁছে গেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। এদিন সেমিফাইনালে তারা হারিয়েছে নারী দলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং পুরুষ দলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি)।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সেমিফাইলানের প্রথম ম্যাচে নারী কাবাডি দল এবং দুপুরে পুরুষ কাবাডি দল দুই প্রতিপক্ষকে বিধ্বস্ত করে ফাইনালের টিকেট কেটে নেয়।

এদিন, সকাল ১০ টায় প্রমীলা কাবাডিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কে ১৩-৪৮ ব্যবধানে উড়িয়ে দেয় শারাবান তহুরার দল। পরের ম্যাচে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কে ৩০-৮৮ ব্যবধানের জয়ে রীতিমতো তুলোধোনা করে নিজেদের জাত চেনায় গণ বিশ্ববিদ্যালয়। 

আগামীকাল (১৮ সেপ্টেম্বর) ফাইনালের প্রথম ম্যাচে আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মাঠে সকাল ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রমীলা কাবাডি দলের সঙ্গে লড়বে গবির প্রমীলা কাবাডি দল এবং দুপুর ২টায় ছেলেদের ফাইনাল ম্যাচে গণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লড়বে আজ দুপুর দুইটায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মধ্যকার খেলায় জয়ী দল।


আপনার মূল্যবান মতামত দিন: