টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ পড়লেন রিয়াদ

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:০২

সংগৃহীত

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই দল ঘোষণা করেন। 

তিনি জানান, অধিনায়ক সাকিব আল হাসানের সাথে কথা বলেই রিয়াদকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলে ফিরেছেন ইয়াসির আলি রাব্বি, নাজমুল হোসেন শান্ত। আফিফ হোসেন নয় অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি করা হয়েছে নুরুল হাসান সোহানকে। দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশের স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ। 

রিজার্ভ: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার।



আপনার মূল্যবান মতামত দিন: