করোনায় আক্রান্ত চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি

স্পোর্টস ডেস্ক | ৫ মে ২০২১, ১১:২৩

মাইক হাসি।

ভারতে চলছে করোনা মহামারী। এর মাঝেই চলছিল আইপিএল। কয়েকজনের করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ হয়েছে আইপিএল। কলকাতার পর এবার চেন্নাই সুপার কিংস শিবিরে ফের করোনার হানা।

এবার আক্রান্ত হলেন ব্যাটিং প্রশিক্ষক মাইক হাসি। সোমবার সিএসকে শিবিরে তিনজনের করোনা ধরা পড়ে। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রর করোনা ধরা পড়ার পরই আইপিএল স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেয় বোর্ড।

এর আগে সিএসকে বোলিং প্রশিক্ষক লক্ষ্মীপতি বালাজি, একজন বাসকর্মী ও দলের এক কর্তা আক্রান্ত হন। এরপর সিএসকে ফের আক্রান্তদের নমুনা পাঠায়। সে সময়ও কোভিড ধরা পড়ে। এবার হাসিও আক্রান্ত হলেন।

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও সহকারী প্রশিক্ষকদের মালদ্বীপ হয়ে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাবে বোর্ড। তবে করোনা আক্রান্ত হওয়ায় ভারতেই থেকে যেতে হচ্ছে হাসিকে। রিপোর্টে নেগেটিভ হওয়ার পরই তাঁকে অস্ট্রেলিয়া পাঠানোর বন্দোবস্ত করবে বিসিসিআই।



আপনার মূল্যবান মতামত দিন: