আইপিএল স্থগিত হওয়ায় আড়াই হাজার কোটি টাকা ক্ষতির মুখে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | ৫ মে ২০২১, ০৮:৫৮

ছবিঃ সংগৃহীত

অনির্দিষ্ট কালের জন্য স্থগিত আইপিএল। খেলা স্থগিত হয়ে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হল ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এই আর্থিক ক্ষতির পরিমাণ ২,০০০ কোটি থেকে ২,৫০০ কোটি টাকা।

এই বিপুল ক্ষতির মূল কারণ সম্প্রচারকারী সংস্থা ও বিজ্ঞাপনদাতাদের থেকে কম টাকা পাবে বোর্ড। এই দুটি জায়গা থেকেই ১৬৯০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে চলেছে বোর্ড। মূল বিজ্ঞাপনদাতার থেকে বছরে ৪৪০ কোটি টাকা পাওয়ার কথা বোর্ডের। কিন্তু এই বছর এর অর্ধেক বা তারও কম টাকা পাবে বিসিসিআই।

সম্প্রচারকারী সংস্থার কাছ থেকে বছরে ৩২৬৯.৪ কোটি টাকা পাওয়ার কথা বোর্ডের। কিন্তু এবার আইপিএল-এ ৬০টি ম্যাচ না হওয়ায় অনেক কম টাকা পাবে বোর্ড।

বিসিসিআইয়ের প্রবীণ এক কর্তা বলেন, ‘‘আইপিএল মাঝপথে বন্ধ হওয়ায় আমরা ২,০০০ থেকে ২,৫০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়লাম। তবে এর পরিমাণ আরও বেশি হতে পারে। এখনই সঠিক পরিমান বলা যাবে না। কারণ ঠিক কত টাকা পাওয়া যাবে, তা এখনই বলা সম্ভব নয়।’’



আপনার মূল্যবান মতামত দিন: