কোহলি একাই বিশ্বকাপ জেতাতে পারে

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২২, ০৩:৫২

সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের মন্তব্য বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছে। ব্যাট হাতে কোহলির খারাপ পারফরম্যান্সের ধারা অব্যাহত। যে কারণে কপিল সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বেশ ক্ষুব্ধ হয়েই বলেছিলেন, রবিচন্দ্রন অশ্বিনের মতো একজন বোলারকে যদি টেস্ট লাইন আপ থেকে বাদ দেওয়া হয়, তবে কোহলিকে কেন নয়? ভারতের সাবেক নির্বাচক শরনদীপ সিং এ বিষয়ে কোহলির পাশে দাঁড়িয়েছেন।

কপিল দেব এবিপি নিউজকে বলেছিলেন, 'যখন আপনার কাছে প্রচুর বিকল্প থাকে, তখন যারা ফর্মে আছে, তাদের খেলানো হোক। শুধুমাত্র খ্যাতি দিয়ে সবকিছু হবে না। নিজের পারফরম্যান্স দেখাতে হবে। কেউ প্রতিষ্ঠিত খেলোয়াড় হতে পারে, এর মানে এই নয় যে, টানা পাঁচ ম্যাচে ব্যর্থ হলেও, তাকে সুযোগ দেওয়া হবে। যদি বিশ্বের ২ নম্বর টেস্ট বোলার অশ্বিনকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে কোহলিকেও বাদ পড়তে হবে।'

এর জবাবে টাইমস নাউকে ভারতের সাবেক নির্বাচক শরনদীপ সিং বলেছেন, 'কোহলির ব্যাটিংয়ের কোথায় ভুল হচ্ছে, সেটা বোঝার জন্য নির্বাচকরা কী ভূমিকা পালন করছেন? তাকে কোনভাবেই বাদ দেওয়া উচিত নয়। সবাই তার সামর্থ্যের কথা জানে। সে একাই বিশ্বকাপ জিতিয়ে দিতে পারে।'



আপনার মূল্যবান মতামত দিন: