বাগেরহাটে শিশু কিশোরদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২২, ০০:০১

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটে ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২১-২২র আওতায় শনিবার (১৮ জুন) স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের দিন ব্যাপী এক ক্রীড়া উৎসব।

জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান ।

এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক অভিভাবকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেয়।

এ উৎসবে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ১০টি ইভেন্টে অংশ নেয়। অংশ নেয়া চারটি প্রতিষ্ঠান হচ্ছে চিতলমারীর বড়গুনী শেখ আবু নাসের স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয়, বাগেরহাট প্রতিবন্ধী বিদ্যালয়, মোড়েলগঞ্জের আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন প্রতিবন্ধী বিদ্যালয় এবং সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা নামক একটি এনজিও। এদের মধ্যে প্রতিযোগীতায় সর্বোচ্চ পুরষ্কারের গৌরব অর্জন করে চিতলমারীর বড়গুনী শেখ আবু নাসের স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয়।



আপনার মূল্যবান মতামত দিন: