কলকাতায় করোনার হানা, স্থগিত কলকাতা - ব্যাঙ্গালুরু ম্যাচ

স্পোর্টস ডেস্ক | ৩ মে ২০২১, ২২:৩৪

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার। তাই স্থগিত করা হয়েছে কলকাতার বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। সোমবারে বাংলাদেশ সময় রাত ৮টায় আইপিএলের সূচি অনুযায়ী মাঠে নামার কথা ছিল দুদলের।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, ভারতীয় ক্রিকেট বোর্ড সোমবারের ম্যাচটি স্থগিত করে নতুন সূচি করতে যাচ্ছে। হঠাৎ এই স্থগিতের কারণ কলকাতা দলের ভেতরে করোনা ভীতি। দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার চোটের জন্য হাসপাতালে স্ক্যান করাতে গিয়েছিলেন। সেখান থেকেই তারা করোনা আক্রান্ত হয়েছেন।

আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা-বেঙ্গালুরুর। কিন্তু স্থানীয় আয়োজক গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছেন ম্যাচটির সূচি ইতোমধ্যে বদল করা হয়েছে।


বায়োবাবলে থাকা দুই ক্রিকেটার আক্রান্ত হওয়ায় দলের ভেতরে ছড়িয়ে পড়ে করোনাভীতি। এই অবস্থায় ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই। খুবই দ্রুত এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।



আপনার মূল্যবান মতামত দিন: